Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

একটা শব্দের সন্ধান করি

আমি একটা শব্দের সন্ধান করি
মনুষ্যত্ব কোথায় গেলো, কার বাড়ি?
সকাল-সন্ধ্যা সন্ধান করি এবাড়ি-ওবাড়ি
নাহি খোঁজ মেলে কারো বাড়ি ।

মনুষ্যত্বহীন রোগে আক্রান্ত দেশ, দেশের মন্ত্রী
ধর্মের অনলে পুড়া মানুষগুলো করছে কারবারি
কারসাজির শেষ জালে বন্দি জনগণের তরবারি
কে সন্ধান দিবে মনুষ্যত্ব আছে কার বাড়ি?

চোরেচোরে মিলে করছে কারসাজি
সেই জালে বন্দি দেশের জনগণ
কে বা কারা মুক্তি করবে এখন?
যে দেয় একবার মুক্তির সন্ধান

সেও খাঁচা পেতে করছে ফন্দি
তাই এখন আমরা সবাই বন্দি ।
আমি একটা শব্দের সন্ধান করি
মনুষ্যত্ব কোথায় গেলো, কার বাড়ি?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ