বৈশাখের দিন

বৈশাখের ওই ভোরের বেলা
বাঙ্গালী মন দিচ্ছে দোলা
পান্তা ভাত আর ইলিশ ঘ্রাণ
শুটকি শাকে মাতে প্রাণ।
আজ পহেলা বৈশাখের দিন
সাজে বাংলা বাজেরে বীণ
বটের তলায় বসছে মেলা
খেলনা, খাবার হরেক খেলা।
মঙ্গলশোভা যাত্রা করে
বৈশাখের-ই পোশাক পড়ে
যাচ্ছে মেলা ঘুরছে সবাই
আনন্দতে দিনটা কাটাই।