Skip to content

গৌরব-গাথা 

গৌরব-গাথা 

যোদ্ধারা যুদ্ধ করে পৃথিবীর 'পরে
বীররা ঝাঁপিয়ে পরে বীরদের তরে।

অশ্বেরা লাফিয়ে চলে দিগন্তের কোলে
সৈন্যরা সব ঝিমিয়ে পরে তাদের গায়ে 
ঢলে;উত্তপ্ত মরুভূ এর অগ্নি খরতাপ
হেলা ফেলায় কাটিয়ে করে না শেষে

পরিতাপ। ইরানি,তুর্কি,গ্রিক সেনারা মাঠে
কত বীররা জগৎ ঘুরে দ্বীগ বিজয়ের আশে।

অনিলে সমসের দোলে ঝনঝনা ঝন রব
শ্রান্ত দেহে ঘুমিয়ে পরে যুদ্ধ শেষে সব।
কত সৈন্য রইল পরে খোলা ময়দানে
বর্মতলে শোনিত ধারা কারো গড়ায়ে পরে।

নববধূ পথের ধার তাকিয়ে রয়,
মাস, বছর, যুগ দ্রুততায় পার হয়।
কবিরা লেখে উহাদের গৌরব-গাথা 
গর্বিত চলাচল আর বীরত্বেরকথা।

ধরণী রেখে দেয় বীরদের নাম
কালের স্রোতে লেখা হয় কীর্তির দাম।