প্রকৃতি ও মানুষ
ঝড়ের পাশে শুয়ে থাকে মৃত্যু
মৃত্যুর পাশে আবহমান, শুয়ে থাকে গণকবর
ঝড় থেমে যায়
ঝড় থেমে আসে
মানুষের ঘূর্ণিতে মানুষ তবু দুলে দুলে ওঠে
মানুষের চরকি খেলায় থিতিয়ে পড়ে মানুষ
প্রকৃতির দুর্যোগের কাছে মানুষ বড় অসহায়
মানুষের লোভ হিংসা দুর্নীতি যুদ্ধ
মিথ্যাচারের পাশে মানুষ বড় অসহায়