আমার গাঁয়ে
আমার গাঁয়ে ছোট্ট নায়ে ঘুরবে যদি এসো
ছবির মতো সবুজ মাঠে পা ছড়িয়ে বসো।
শুদ্ধ বাতাস টেনে টেনে প্রাণে বাঁচো আরো
জুঁই চামেলি বকুল বেলির গন্ধ নিতে পারো।
কৃষাণ বধূর লজ্জা দেখে মুচকি হাসো যদি
দেখবে হঠাৎ উথলে উঠবে ভুবন ডাঙ্গার নদী।
প্রজাপতির ডানায় যেথায় স্বপ্ন আঁকে শিশু
বনফুলে ঘুমায় সেথায় আল্লাহ ঈশ্বর যিশু।
এতো মায়া ছড়িয়ে আছে- কোথা গেলে পাবে
আমার গাঁয়ে স্বর্গ লুটায়- যাবে সেথায়, যাবে?