Skip to content

বিশ্বাস

বিশ্বাস

শূন্য নগরীর দেয়াল ঘেঁষে

কান পেতে দাঁড়িয়ে আছি 

শতাব্দীকাল ধরে,

যদি দেয়ালের ওপাশে শুনি

তোমার রাঙা চরণের মৃদু শব্দ।

বড় বিষণ্ণ সেই শহর

তবুও অপেক্ষার প্রহর গুণে গুণে,

আনমনে হেঁটে যাই গন্তব্যহীনতায়,

মৃদু পায়ে বয়ে বেড়াই

বেদনার ভারে নুয়ে পড়া  ক্লান্ত শরীর।