Skip to content

দুয়ারে হেমন্ত

দুয়ারে হেমন্ত
ছবিঃ সংগৃহীত

শরতকে জানিয়ে বিদায়
হেমন্ত এখন দ্বারে,
শুভ্র সাদা কাশের মেলায়
স্বাগত জানাই তারে।

দূর্বাদলে জমেছে বেজায়
মুক্তো শিশির বিন্দু,
দুই পা এগোলেই দেখবে
রূপের অপূর্ব সিন্ধু।

কুয়াশার ঐ মৃদু আভায়
শীত শীত লাগে গায়ে,
চুপিসারে দুয়ারে এসেছে
হেমন্ত ধীর পায়।