মোগো বাড়ি নবান্ন
ভোর বেলাতে কাক ডাকিতাম
মোগো বাড়ি আয়,
এমনি ভোর আর হয় না এখন
আধুনিকতার দায়।
কাককে দিতাম নতুন চাল আর
এক ফালি নারকেল,
গঙ্গা পূজা করতো মা’যে
ধুপ ধোঁয়া আর তেল।
কলার খোলে ধানের ছড়া
নিতাম ঘরে ধান,
পান সুপারি সিঁদুর ফোঁটা
মনে খুশির বান।
এমন দিন আর নেই তো এখন
অগ্রহায়ণ মাসে,
পাড়া পড়শী সবাই মিলে
নবান্ন’তে হাসে।