নতুন দিনের সংকল্প
ইচ্ছের ঘুড়ি দিলাম উড়ি
পুরান দিনের শেষে
নতুন দিনের ছন্দ তালে
রইবো আমরা হর্ষে
আগামী দিন আসবে সুদিন
আশা নিয়ে মনে
কাজের মাঝে সন্ধ্যা সাঁঝে
সুখটি নিবো ছিনে
হতাশা ভয় করবো যে জয়
সাহস নিয়ে বুকে
সুন্দর ধরা করবো আমরা
কে আমাদের রুখে।