Skip to content

৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শীত এসেছে ধরায়

উত্তর থেকে আসে বরফময় হিম শীতল পবন
হির হির কাঁপছে শিশু, বয়োবৃদ্ধ আর সকলে
সম্বলহীন নিঃস্বরা আগুন জ্বালে খড়কুটোয়
শান্ত নদীর জ্বলে ডুব দেয় পানকৌড়ির দল।

চোখ জুড়ানো হলদে সর্ষে ফুলে মৌমাছির গুঞ্জন
উনুনের পাশে বসে শীতের পিঠাপুলি খাওয়ার ধুম
খেজুর গাছে রসের হাঁড়িতে পাখপাখালির দল
বেজায় আলসে সূর্যিটা আকাশে উঁকি দেয় পরে।

কুয়াশার চাঁদর মুড়ি দিয়ে থাকে সমস্ত ধরণীর বুক
দুষ্ট ছেলেরাও লেপ মুড়ি দিয়ে থাকে বহু বেলা অব্দি
সাঁঝের মায়া নামে আসে দ্রুত এ পৃথিবীর বুক জুড়ে
দূর্বাদলে সোনালী রোদে শোভা বাড়ায় শিশির বিন্দু।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ