ষড়ঋতুর দেশ
ষড়-ঋতুর মোদের দেশে
সবুজ আভা ঘেরা,
গাছ-গাছালি ফুলে ও ফলে
ভুবন মাঝে সেরা।
গ্রীষ্ম কালে মনটা ভরে
পাকা ফলের ঘ্রাণে,
খেতে দারুণ মজা লাগবে
শক্তি পাবো প্রাণে।
বর্ষা কালে বাদল নামে
কদম কেয়া ফোটে,
শরৎ কালে কাশের বনে
বকের সারি ছোটো।
হেমন্ত যে সোনার ধানে
গোলা ভরায় চাষি,
নতুন ধানে —নবান্নতে
সবার মুখে হাসি।
শীতের কালে শিশির কণা
মুক্তা ঝরে ঘাসে,
খেজুর রসের পিঠা খেতে
মনে সবার ভাসে।
বসন্তকাল কোকিল পাখি
ডাকে মধুর সুরে,
পলাশ ফোটে শিমুল ফোটে
আঁখি সবার জুড়ে।
ষড়-ঋতু মোদের দেশে
পালা ক্রমে এলো,
ভুবন মাঝে এমন দেশে
কোথায় পাবে বলো।
অনন্যা/এসএএস