Skip to content

২রা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৭ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

স্বপ্নগুলো চোখ খুলে

ছবিঃ সংগৃহীত

হৃদভূম কেঁপে ওঠে দুশ্চিন্তার অতলান্তে খুব
জীবনের কানাগলি পথে-হাঁটে আগামীর দিন
নিঃশ্বাসে-বিশ্বাসে ধোঁয়া কোথাও পুড়ছে বোধ-হয়
ব্যথা আছে জ্বালা আছে পুড়ানো ছাই নেই কোথাও।

ভোর দুপুরের বেলা আলো বোটা খসে খসে পড়ে
নেমে আসে অন্ধকার;কোথাও গ্রহন লাগেনিতো!
সুন্দরের প্রতিমূর্তি ডুবে যায় বাস্তবতা তলে
হৃদয়ের বেলাভূমে নীলাম্বরী হাঁটে গোধূলিতে।

জীবনের ঘানি টানি অসময়ে সময়কে বেঁধে
কলুরবলদ-কালো কাপড়ে চোখে বাধি নেকাব
চক্রবাকে হেঁটে হেঁটে বের হয় এক ফোঁটা আশা
স্বপ্নগুলো চোখ খুলে জেগে দেখে তখনো আঁধার।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ