আমি স্বাধীনতা দেখি
আমি স্বাধীনতা দেখি বঙ্গবন্ধুর ভাষণে
ঊর্ধ্বমুখী তর্জনীতে,
আমি স্বাধীনতা দেখি বিদ্রোহী কবিতায়
রণ সংগীতে।
আমি স্বাধীনতা দেখি মায়ের হাসি
বাবার প্রতিবাদী স্বরে,
আমি স্বাধীনতা দেখি নব চেতনায়
বাংলার ঘরে ঘরে।
আমি স্বাধীনতা দেখি শিশু কিশোরের
নৃত্য নৃত্য খেলায়,
আমি স্বাধীনতা দেখি ভোর বিহানে
সূর্যোদয়ের বেলায়।
আমি স্বাধীনতা দেখি লাল সবুজের
বিজয় নিশানে,
আমি স্বাধীনতা দেখি সোনার বাংলায়
দেশমাতৃকার গানে।
আমি স্বাধীনতা দেখি বীর বাঙ্গালীর
মুক্ত কথা বলায়,
আমি স্বাধীনতা দেখি মুক্ত ভূমিতে
স্বাধীন পথ চলায়।