Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চার কবিতা

লাবণ্য
লাবণ্য তোমার প্রেম প্রণয়ে
আমি বেজায় অন্ধ,
তোমাতে হৃদয় বিমুগ্ধ
ফেরার পথ বন্ধ।

মন রাজ্যের রাজকুমারী
চালচুলোহীন আমি,
অমূল্য তোমার ভালোবাসা
অনেক বেশীই দামী।

পারবো নাকো বাসতে আমি
এতোটা তোমায় ভালো,
আঁধারতে লাবণ্য আমার
ভূবন ভরানো আলো।

বিবাদ
আত্মার সঙ্গে দ্বন্দ কলহে-
কেটে যায় স্বত্ত্বার অহর্নিশ
স্বাতন্ত্র্যতা হারিয়ে যায় গহীনে
ব্যক্তিত্ব বিলীন অন্তর নিশপিশ।

কামনা বাসনারা হতদরিদ্র সর্বহারা
নির্জনতার একাকিত্বে বসবাস
হেরে যায় মনের যুদ্ধে বিবাদমান দ্বন্দে
হাঁপিয়ে ওঠে জীবন্ত একটা লাশ।

অন্তঃশূন্যসার জাগতিক মোহময় সংসারে
উজ্জীবিত শিরা উপশিরা সাজে রণ সজ্জ্বায়
টুটে যায় রুধির সব আত্মিক বন্ধন
আপনার লয়ে ভাবি, মরি শত লজ্জায়।

ঘুমকাতুরে
ঘুমকাতুরে বাবু সোনার
দু’চোখ ভরা ঘুম,
ঘুমের রাজ্যের বাদশা সে
ঘুমায় হরদম।

যতই কিছু হোকনা তার
ঘুমে আপোস নাই,
খাওয়া দাওয়া যাই হোক
ঘুম যে তার চাই।

ঘুমের ঘোরে হারিয়ে যায়
কত রঙিন দেশে,
নিদ্রা ভঙ্গ হলেই তার
মন ভরে ক্লেশে।

বাক্যবাণ
বাক্যবাণ যে তিক্ত বড়
হৃদয় ছিদ্র করে,
মুখের কথায় বড় বিষ
কষ্টে মন ভরে।

মন্দ বাক্যে মান থাকেনা
বেরিয়ে যায় প্রাণ,
কানের বারোটা বেজে যায়
হৃদয় খানখান।

তিতে কথায় মিষ্টি নাই
খারাপ লোকে কয়,
কথার জালেই কখনোবা
জীবন নয়ছয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ