শিক্ষা
শিক্ষা জাতির মেরুদণ্ড
শিক্ষা মৌলিক অধিকার,
শিক্ষা ছাড়া হয় না যাওয়া
উন্নয়নের সিঁড়ি পার।
শিক্ষিত মা থাকলে দেশে
সন্তানও হয় শিক্ষিত,
শিক্ষিতরাই সত্য-ন্যায়ে
হয় চিরকাল দীক্ষিত।
শিক্ষা নিলে আলোকিত
হয় মানুষের জীবনমান,
শিক্ষা ছাড়া মানুষ যেন
বন্যপ্রাণীর হয় সমান।
শিক্ষা থেকে হয় না যেন
কোনো শিশুই বঞ্চিত,
শিক্ষা পেয়ে জ্ঞানের বাণী
হোক হৃদয়ে সঞ্চিত।