ঠিকানা
তুমি চলে যাওয়ার পর-
জরাজীর্ণ স্মৃতিগুলো পড়ে আছে এলোমেলো
সেল্ফের বইগুলো অনাদরে গায়েগতরে মেখেছে
হরেক রকম ধুলোবালি।
তুমি চলে যাওয়ার পর –
রক্তিম ফুলগুলো অকারণে ঝরে গেছে
পায়ে পায়ে খেলা করা বিড়ালছানা
রোজ সকালে অপেক্ষায় থাকে,
তোমার মায়ার হাতছানি -খুঁজে ফেরে সারা বাড়িঘর।
তুমি চলে যাওয়ার পর –
তন্নতন্ন করে –
কোথাও পাইনি খুঁজে তোমার ঠিকানা।