মেঘ বিকেলের মোহন মায়ায়
অসম্ভব আবেগী মনে
কল্পনায় পাখা মেলি তোমার শুভ্র নীলে ,
তুমি তো কোন সুদূরে
আমি একা মরি জলের অভিমানে,
অথচ মেঘ বিকেলের মোহন মায়ায়
স্বস্তির বৃষ্টি হয়ে নিত্য আমাকে ভিজাও।
এস ডি সুব্রত প্রকাশ:
অসম্ভব আবেগী মনে
কল্পনায় পাখা মেলি তোমার শুভ্র নীলে ,
তুমি তো কোন সুদূরে
আমি একা মরি জলের অভিমানে,
অথচ মেঘ বিকেলের মোহন মায়ায়
স্বস্তির বৃষ্টি হয়ে নিত্য আমাকে ভিজাও।