Skip to content

৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘ বিকেলের মোহন মায়ায়

অসম্ভব আবেগী মনে
কল্পনায় পাখা মেলি তোমার শুভ্র নীলে ,
তুমি তো কোন সুদূরে
আমি একা মরি জলের অভিমানে,
অথচ মেঘ বিকেলের মোহন মায়ায়
স্বস্তির বৃষ্টি হয়ে নিত্য আমাকে ভিজাও।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ