হেমন্তের বেশে প্রিয়তি এসেছে
বিকেলটার জীবন আয়ু এসেছে কমে
সন্ধ্যার আগেই সন্ধ্যা ধীরে এসেছে নেমে।
আবার ফিরে আসা হেমন্তের অপেক্ষায়
অলস রোদে অন্তিম প্রহর গুনি,
পথে পথে পড়ে থাকা ঝরা পাতায়
প্রিয় পদযুগলের নূপুর শুনি,
ঘু-ঘু ডাকা বিকেলে কাঁঠালচাঁপার গন্ধে
ঝরা ফুলের মাঝে হারানো দিনগুলি খুঁজি,
মরা ঘাসে শিশিরের মুক্তা দানায় ভাবি
প্রিয়তির হারানো নাকের নাক-ফুল বুঝি!
শিউলি তলায় নিশুতি রাতে সাদা জোছনায়
সাদা খৈ-গুলি, কে যেন ছড়িয়ে গেছে,
হিম হিম কুয়াশার নেকাব পরে হেমন্তের রূপে
কার্তিকের পথে হয়তো আমার প্রিয়তি এসেছে।
ধুলো ধুলো পথে ভোরের শিশির ভেজা পায়ে
মায়াবী মুগ্ধতায় হেমন্তের বেশে
কার্তিক আর অগ্রহায়ণের নবান্নের দেশে।