শরীর ছুঁয়ে যায় বিষাক্ত নখ
টগবগে বাড়ন্ত বেলা
উৎসুক দৃষ্টিতে সভ্যতার কীট,
দূরে শিকারী কুকুর ভেংচি কাটে,
চোয়াল বেয়ে ঝরে পড়ে লালা।
শিকলবন্দী বর্তমান
শরীর ছুঁয়ে যায় বিষাক্ত নখ,
প্রতিদিন স্পষ্ট নতুন রক্তছাপ,
হিংস্রতায় নেতিয়ে পড়ে যৌবন।
সামাজিক জীবেরা অন্ধ স্বেচ্ছায়
মেতে ওঠে পরনিন্দার কেচ্ছায়।