বাড়লো ভাড়া
বাসের ভাড়া বাড়লো এবার
গুনবে বেশি টাকা
দূরের গঞ্জে যেতে হলে
পকেট হবে ফাঁকা।
খুব আনন্দে আছে মালিক
ঘুরছে ভাল চাকা
পকেট গেছে গড়েরমাঠে
টেনশনে তাই কাকা।
গাড়ির মালিক তারাই যারা
তেলের মূল্য বাড়ায়
সবার চোখে ধুলো দিয়ে
কৌশলে লোক হারায়।
খুশি তারা অনেক বেশি
পকেট হবে ভারি
অনেক বেশি তৈল কিনবে
চলবে ভাল গাড়ি।
আছে কি না ভাড়ার টাকা!
চাপিয়ে দিলেই হয়
মরুক বাঁচুক এই জনগণ
ভাড়া দিবে নিশ্চয়।