রোজার খুশি

দূর গগনে আপন মনে
হাসছে বাঁকা চাঁদ,
সেহরি খাবে মুমিনরা আজ
হলে যে শেষরাত।
চাঁদের হাসি দেখে সবে
হাসছে খুলে মন,
ত্রিশটা রোজাই রাখতে সবাই
করেছে এই পণ।
তারাবীতে দলে দলে
ছুটবে মুমিন সব,
খুশি হবেন ওই আরশে
আমাদের ওই রব।
রবের কথা রাখতে মুমিন
উপোষ থাকবে রোজ,
সন্ধ্যা হলেই বসবে নিয়ে
নানান স্বাদের ভোজ।