দূরত্ব
স্বপ্নগুলো দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে
দিনরাত্রি ঘুনপোকায় কুড়ে কুড়ে খাচ্ছে।
বিস্মৃতির অন্তরালে তা যাচ্ছে ডুবে ডুবে
বেদনা ভরা মনটা বুঝি মঙ্গলে পৌঁছাবে।
হতাশা আর গ্লানির বাস এ অন্তর জুড়ে
ভুলে গেছে সবকিছু যে মনটা থাকে দূরে।
আসেনা তো কেউ আর, এ স্বপ্নের রাজ্যে
ঘুমের ঘোরে উপহাস করে বড় অট্টহাস্যে।
ছেড়ে চলে যাচ্ছে ওরা আর নয় অধীনস্থ
স্বপ্নগুলোর সাথে যে বাড়ছে বেজায় দূরত্ব।