ফেরা

শহর থেকে যান বাহনে
যাচ্ছে মানুষ বাড়ি,
রাস্তা ঘাটে পড়ছে চোখে
জ্যামের মহামারি।
একটু আগায় ফের থেমে যায়
সব রকমের যান,
গাড়ির ভেতর আরোহীরা
হচ্ছে পেরেশান।
ভুক্তভোগী আমজনতা
যান বাহনের জটে,
কত্তরকম দূর্টঘনা
অহরহই ঘটে!
ভালোয় ভালোয় মানুষ ফিরুক
আপন আপন নীড়ে,
তবেই মুখে ফুটবে হাসি
হাজার দুখের ভিড়ে।