কলম সৈনিক
রুখে দাঁড়াও কলম সৈনিক
কলম হাতে নিয়ে,
অপরাধীর মুখোশ খোলো
লেখার মধ্য দিয়ে।
ন্যায়ের পক্ষে চালাও কলম
কবি লেখকগণে।
প্রতিবাদটি করতে হবে
সাহস রাখো মনে।
লেখক কবি যোদ্ধা তুমি
ন্যায়ের পক্ষে রবি,
লেখার মাঝে তোলে ধরো
সমাজের সব ছবি।
ভীরু মানুষ সজাগ হবে
কবির লেখা পড়ে,
প্রতিবাদের ঝড় তুলিবে
ঐক্য সবাই গড়ে।
অত্যাচারী- জুলুমকারী
পাবে না আর মুক্তি,
লেখার মাঝে বুঝিয়ে দাও
শাস্তি পাবার যুক্তি।
অনন্যা/এসএএস