চাষী ভাই
ভোর হতেই দলে দলে,
লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে,
চাষী চলে ধান চাষে,
আঁকা বাঁকা পথ মাড়িয়ে।
মাঝ দুপুরে প্রখর রৌদ্রে
জমির ধারে চাষীরা বসে,
কৃষাণীর দেয়া খাবার খুলে,
খাচ্ছে সবাই মিলে মিশে।
সোনার ফসল ফলায় চাষী,
ক্লান্তি সেখানে হার মানি,
হাঁসি কান্নায় জীবন তাদের,
মোদের করেছো চির ঋনী।