সরি
কপাল দোষে চাকরি হয় না
হয় না খাওয়া ভালো
মামুও নাই চাচাও নাই
মুখটা হলো কালো।
কার রেফারেন্স তদবির নিয়ে
ভাইভা বোর্ডে এলে?
ভাইভা বোর্ডের গাধা ছেলে
চাকরি সেদিন পেলে।
টাকাও নাই কড়িও নাই
দম ফেটে তাই মরি
মেধাবীরা মরলে রে ভাই
এ জাতি কয় 'সরি'।