মুখোশগুলো অমলিন
চোখের কোণে জমে থাকা জল দেখতে পারে সবাই,
জলের দাগ দেখে কষ্ট বুঝতে পারে ক’জন?
রাত জাগা চোখের নিচের কালো দাগ দেখে সবাই,
রাত জাগার কারণ জানতে পারে ক’জন?
মুখের হাসি দেখে সুখী ভাবে সবাই,
হাসির পিছনে দুঃখ দেখতে পারে ক’জন?
অবলীলায় ভালো আছি বলে যাওয়া শুনে সবাই,
ভালো থাকার জন্য যে নাটক হলো তা দেখে ক’জন?
মনের ভুলে চাওয়া পাওয়ার হিসাব ছাড়া দেখে সবাই,
অভিমান জমা কত বুকে নিয়ে হাল ছেড়ে দিলাম তা জানে ক’জন?
মুখের কথায় কষ্ট বুঝতে পারে সবাই,
মনের গহীন কোণে যে দীর্ঘশ্বাস জমা তা দেখে ক’জন?
ভালো নেই জেনেও ভালো আছি বলে যাই,
সত্য না মিথ্যার জালে জড়িয়ে আছি আমি তা জানে ক’জন?
সুখের কথা বলে যাওয়া আমি মুখে হাসি,
বুকে দেই আগুনের বারুদ চাপা।
কে জানতে চেয়েছে আজ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে,
আছে যত শূন্য পাতায় লেখা জীবনের বাস্তবতা?
রাতের আঁধার দেখে যদি সব আলো যদি যায় নিভে,
মনের মাঝে কতশত গল্প আঁধারে গুমরে কাঁদে।
সারাদিন অজস্র কথা বলা হয়ে যায় কারণে অকারণে,
একান্ত মূহুর্তের গল্প কী কখনো জানা হয় দু’জনের?
নীল আকাশের গায়ে মেঘ দেখে বলে দাও বৃষ্টি হবে,
আমার আকাশ ভেজা থাকে চোখের জলধারায়।
তপ্ত দুপুরে রোদের মাঝে খুঁজে যাও শীতলতা ,
আমি কনকনে শীতে পুড়ে যাই হৃদয়ের দহনে জ্বলে।
আমি দুঃখ লুকিয়ে হাসতে শিখেছি বহুযুগ আগে,
আমার দক্ষ অভিনয় যেন চারিপাশ মুগ্ধ করে রেখেছে।
সমস্ত যন্ত্রণা মাটি চাপা দিয়েছি অন্তরের গভীরে,
সুখ শুধু দেখে পৃথিবী আমার হাসির ছলে।
ভালো থাক চিরকাল জগৎ সংসারের আছে যত অভিনেতা,
মুখের উপর মুখোশ গুলো অমলিন থাকে যেন মেনে নিরবতা।