স্মৃতির ধূসর ঘুড়ি
কাব্যাকাশে কালো মেঘের ঘনঘটা অশনি সংকেত
হারিয়ে গেছে কাব্যের ছন্দময়তা আজ গদ্যময় সব
বিচ্ছিন্ন নাটাই সুতোর মিলন বিচ্ছিন্ন কালের আবহে
জীবন ঘিরে আনাগোনা আজ ধূসরিত শত কলরব।
ধূসর ধূলোর স্তূপে আবরিত প্রাণ ঘড়ি টিকটিক করে
অনুমানে হাতড়ায় অদেখা অভিসন্ধি সারাক্ষণ ধরে
মুঠোভর্তি সতেজতাও মিলিয়ে যায় জীর্ণতার কাছে
পার্থিব নিয়মের আর্বতে অমোঘ বিধানে ইচ্ছেরা মরে।
বেলাশেষে নিঃসঙ্গতাই বড় সঙ্গী ক্ষমতা নাই উড়ার
বিজড়িত ধূসর ঘুড়ির সাধ্য নাই নীলাকাশে ঘোরার।