মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে
মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চলেছি দুভাই
এবং প্রতিবন্ধী বোন
দেশান্তরে
মা আমাদের মাতৃভূমি
সতেজ কোমল দূর্বাঘাস
জলে আর পাতায়, শেকড়ে মাটিতে রক্তের দাগ
বাতাসে মিশে আছে হাহাকার আর কান্না
প্রদীপ নিভে আসবে একসময় জন্মভিটের দরজায়
চিতার আগুন জ্বলছে