কলঙ্কিত মানবতা
চারিদিক থেকে ভেসে আসে
আর্তের আর্তনাদ,
প্রতিধ্বনিত হয়ে ওঠে
দুস্থের সে চিৎকার।
বিপদ কড়া নাড়ে দ্বারে
হতাশায় ভারী আকাশ,
ঘুচবে কি আঁধার পথ?
অন্তরে রাজ্যর ত্রাস।
সভ্যতা মুখোশের আড়ালে
আর্তের কেউ যে নাই,
ধনীর ধন যে ভূরি ভূরি
তবুও চায় বারবার।
কলঙ্কিত মানবতায়
দুস্থরা যে অসহায়,
তেল মাথায় তেল ভর্তি
আর্তের তো কেউ নাই।