Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শোকের ছায়া

আগস্ট এলে শোকের ছায়া
নামে দেশের বুকে,
অশ্রু চোখে বীর বাঙালি
কাটায় সময় দুঃখে।

মিলাদ পড়ে দোয়া করে
প্রিয় নেতার জন্য,
যার কারণে সোনার এ দেশ
স্বাধীন হয়ে ধন্য।

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে সাগর নদী,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
আসতো ফিরে যদি!

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ