শরতের ফুল কনক কুমার প্রামানিক প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩০ পিএম শরৎকালে নদীর তীরেশুভ্র কাশের মেলা,দিনভর হাওয়ায় দোলেকরে মজার খেলা।শিউলির গন্ধে মেতেছেধরার সকল জীব,আসবে কবে শরৎকালমনটা উদগ্রীব।শাপলা ফুলে বিল ভরেছেদেখতে দারুণ লাগে,নানান ফুলে শোভা বাড়ায়দেখার সাধ জাগে।অনন্যা/এসএএস Share