শরতের ফুল
শরৎকালে নদীর তীরে
শুভ্র কাশের মেলা,
দিনভর হাওয়ায় দোলে
করে মজার খেলা।
শিউলির গন্ধে মেতেছে
ধরার সকল জীব,
আসবে কবে শরৎকাল
মনটা উদগ্রীব।
শাপলা ফুলে বিল ভরেছে
দেখতে দারুণ লাগে,
নানান ফুলে শোভা বাড়ায়
দেখার সাধ জাগে।
অনন্যা/এসএএস
কনক কুমার প্রামানিক প্রকাশ:
শরৎকালে নদীর তীরে
শুভ্র কাশের মেলা,
দিনভর হাওয়ায় দোলে
করে মজার খেলা।
শিউলির গন্ধে মেতেছে
ধরার সকল জীব,
আসবে কবে শরৎকাল
মনটা উদগ্রীব।
শাপলা ফুলে বিল ভরেছে
দেখতে দারুণ লাগে,
নানান ফুলে শোভা বাড়ায়
দেখার সাধ জাগে।
অনন্যা/এসএএস