বাংলাদেশের জন্মদিন
ডিসেম্বরের ষোলো তারিখ জন্ম নিয়েছে দেশ
স্বাধীনতার পূর্ণ স্বাদ পেয়েছি মুক্তিযুদ্ধের শেষ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে লেখা এই বাংলাদেশ
মুক্ত হয়ে স্বাধীন হলাম নাই পরাধীনতার লেশ।
মুক্ত হাওয়ায় মুক্ত মনে আনন্দ উল্লাসে থাকি
যাদের জন্য পেয়েছি দেশ তাঁদের স্মরণ রাখি।
লাল সবুজ পতাকা ওড়াই স্বাধীন বাংলাদেশে
বিজয় দিবস পালন করে গর্বিত হই অবশেষে।
পঞ্চাশ যাচ্ছে পেড়িয়ে এখন শতবর্ষে এগিয়ে-
অর্জন করে স্বাধীনতা এ দেশ নিয়েছি বাগিয়ে।
বাংলাদেশ তোমার জন্মদিনে সুখের সীমা নাই
জীবন সবার ধন্য হলো, আনন্দ উৎসবে কাটাই।