Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শ্রমের মর্যাদা

অন্তরের অন্দর ও বাহির অবস্থান অসম
ঠিক যেনো অমাবস্যা আর পূর্ণিমার সম। 
চাকচিক্যের উজ্জ্বলতা! গভীরে অন্ধকার
বুননে প্রতারণার জাল! ঘূর্ণনে চক্রাকার। 

 

স্বর্নলতিকার পরনির্ভরশীল আজন্ম যার 
শেকড়ে আহরণ! বুঝবে না কখনো আর?
শ্রমিকের ঘর্মাক্ত লবণাক্ত ভালের দুঃস্বপ্ন  
কর্তার উল্লাস! পিষ্ট কারিগর! বৃথাই স্বপ্ন।  

 

দাও শ্রমের মর্যাদা ও শ্রমিকদের সম্মান
ভুলে যাও অপকর্ম, শুদ্ধতায় রক্ষা মান।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ