Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্মৃতিতে-গীতিতে অম্লান মুজিব

টেকনাফ-তেঁতুলিয়া-বাংলাবান্ধা উপচে স্লোগান
পেরিয়ে দুর্গম গিরি,হিমাদ্রি, ধূ-ধূ মরুপ্রস্তর,
বিশ্বনেতা,ধারক-বাহক-ঘোষক শ্রেষ্ঠ স্বাধিকার,
তুমি তব আদর্শে চির অক্ষয়, চির অম্লান ভাস্কর।

শত-শতাব্দী রাহুগ্রস্ত রবি,অস্তমিত দিবাকর
দুস্তর হতাশায় দিকহারা যবে আশার পারাবার,
রক্তিম রঙে রঞ্জিত রাজপথে দেয় মাতৃমুক্তিপণ
রুধিতে জোয়ার কাণ্ডারি ধৃত, বদ্ধ কারাগার।

মুক্তিনেশায় নেশাতুর মুজিব, অর্জিতে অধিকার
ঈশানে বিষাণে গর্জে তব স্বাধিকার হুঙ্কার,
বাজিয়া উঠিলো বজ্রকন্ঠে বজ্র দামামা ঝড়
সোহরাওয়ার্দীতে উত্তাল সেই ৭’মার্চের ওঙ্কার –

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।”

উজ্জ্বল দ্যুতিতে প্রোজ্জ্বল রবি, আপামর সাধারণ
বঞ্চিত বুকে সঞ্চিত যত ছাইচাপা অভিমান,
পুঞ্জিত ব্যথার অঙ্গারে ধায় লেলিহান হুতাশন
কোটি বাঙালি একাত্ম মুজিব,ঘোষিল অভিযান।

উচ্চশিরে অর্জিত বাঙালি দুর্জয় স্বাধীনতা
তবু পথভ্রষ্ট পাপিষ্ঠ জনের ঘৃণ্য হিংস্র লোলুপতা,
৭৫’র ১৫ই আগস্টে নির্মম নৃশংস করাল থাবা
কলঙ্ক গ্রাসে ইতিহাস বাঙালির, লেপে বর্বরতা।

যতদিন রবে লাল-সবুজ নিশান,বঙ্গোপ বহমান
স্মৃতিতে-গীতিতে অম্লান রবে, দীপ্ত জাজ্বল্যমান;
তব কৃতিত্বে গরীয়ান তুমি, কৃতিতে মহা মহীয়ান
স্যালুট তোমায়!
হে বঙ্গ জাতির জনক, শেখ মুজিবুর রহমান!

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ