বনলতা সেন
সেদিনের সেই নির্জন পথে
বনলতা সেন!
তোমায় দেখেছি সুগন্ধি মহুয়া বনে।
আমি অবিশ্রান্ত ক্লান্ত পথে,
বার বার খুঁজেছি অপেক্ষার বনলতা সেন!
আর কতদিন?
শিমুল গাছের ডালে ঝরে পড়েছে
এক একটা পাতা অকালের অ-দূর ভবিষ্যতে!
বনলতা সেন!
তুমি কি সুখের রাজপ্রসাদে?
অন্দরমহলে ক্ষয়ে ক্ষয়ে আজ
স্মৃতির পাথরগুলো কাঁদছে।
শঙ্খচিল!
কেন তুমি এসেছো কাছে?
দশবছরের অপেক্ষার প্রহরগুলো
আজও রয়ে গেছে নোনাবালির ক্ষত হয়ে!
বনলতা সেন!
আমাকে চৌচির করেছো কেন?
অপেক্ষার দশ দশটা বছর।
ওই দেখো ক্ষয়ে ক্ষয়ে পড়ে, অন্দরমহলের পাথর!
তুমি কি আজ অন্যের সাম্রাজ্য?
কোথায় হারিয়ে ফেলেছো আমার দশটা বছর!
সেদিনের সেই অবিশ্রান্ত পথে
তুমি হয়েছো কি?
আজ অন্যের উড়ান সফর!
অনন্যা/এসএএস