মাঘের শীতে
শীত লগনে ঠাণ্ডা কি যে
হিম কুয়াশা খাচ্ছে গিলে
এমন দিনে সূর্য লুকায়
কষ্ট লাগে ওম না দিলে।
পূব দিগন্তে সূর্যটাকে
যায়না দেখা মাঘের ভোরে
দুপুর হলে মিষ্টি হেসে
কড়া নাড়ে ঘরের দোরে।
গাছগুলো সব জবুথবু
মাঘের শীতে বাঘ ও কাঁপে
শহরবাসী আরাম খোঁজে
চায়ের কাপে শীতটা মাপে।
সরষে ফুলের লুটোপুটি
মৌমাছিদের মনটা কাড়ে
ছোট্ট নদীর হাঁটু জলে
বকের সারি আহার সারে।
শীত তাড়াতে একটু ওমে
আগুন পোহায় নাড়া জ্বেলে
ঠকঠকানি মাঘের দিনে
গাঁয়ের পথে দুষ্টু ছেলে।
এমন ছবি এমন স্মৃতি
মনের মাঝে ডানা মেলে
সেসব কথা ডাক দিয়ে যায়
প্রতিবছর শীতটা এলে।