Skip to content

পাখির স্বাধীনতা 

পাখির স্বাধীনতা 

খাঁচায় বন্দি হয়ে কাঁদে

 হলুদিয়া পাখি,

গাছের ডালে বসে ইচ্ছে 

করতে ডাকাডাকি।

 নীলে ভেজা আকাশেতে

মেলতে রঙিন ডানা,

পাড়ি দিয়ে সাত সমুদ্র

শাসন-বারণ মানা।

বনের সাথে,মেঘের সাথে

মিতালিও তার,

খাঁচায় কেন বন্দী রাখে?

দেয় না কেন ছাড়? 

মুক্তি পেলে আনন্দেতে

উঠবে ভরে বুক,

বুঝবে তখন বনের পাখি

স্বাধীনতার সুখ।