Skip to content

পাখির স্বাধীনতা 

খাঁচায় বন্দি হয়ে কাঁদে

 হলুদিয়া পাখি,

গাছের ডালে বসে ইচ্ছে 

করতে ডাকাডাকি।

 নীলে ভেজা আকাশেতে

মেলতে রঙিন ডানা,

পাড়ি দিয়ে সাত সমুদ্র

শাসন-বারণ মানা।

বনের সাথে,মেঘের সাথে

মিতালিও তার,

খাঁচায় কেন বন্দী রাখে?

দেয় না কেন ছাড়? 

মুক্তি পেলে আনন্দেতে

উঠবে ভরে বুক,

বুঝবে তখন বনের পাখি

স্বাধীনতার সুখ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ