জল রঙে আঁকা ছবি
হয়তো তুমি ভালোই আছো নাও না আমার খোঁজ
তোমায় ঘিরে ভাবনা আমার ভাবি যে রোজ রোজ।
তোমার নামে হলুদ খামের রঙিন কাগজ যতো।
কেমন আছো জানতে চেয়ে দিলাম চিঠি কতো।
হয়তো তুমি ভুলে গেছো আছো অনেক সুখে
তাইতো তোমার পাইনি সাড়া যাতনা এই বুকে।
স্মৃতির পাতার সব মুছেনি অনেক আছে গাঁথা
অতীতগুলো ভেবে ভেবে যাচ্ছে আমার মাথা।
তোমার আঁকা জলছবিটা দেয়ালেতে টানা
চোখে পড়ে কি যে দারুণ তোমার ঐ মুখখানা।
হাতে নিয়ে গোলাপখানি মধুর হাসি হেসে
জলছবিটা দিয়ে গেলে আমায় ভালোবেসে।
তোমার স্মৃতি ভীষণ জ্বালায় বুকে মারে তীর
ডানা ভাঙা পাখির মতো হয়নি বাঁধা নীড়।