Skip to content

৯ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তোমাকে নিয়ে শেখ মুজিব 

শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব তুমি সবার মনে মনে,
থাকবে চিরকাল জ্বলন্ত অগ্নির সাথে জেলে।

তুমি বাঙালি আমার দেশের মহান নেতা!
তোমায় নিয়ে লিখব কতসব আমার কবিতা।

 

হে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
তোমায় ছাড়া মোরা  ১৬ কোটি লোক আজ কাঙালি।

তুমি ছিলে বিজয়ের তুর্য!
যেন জেগে ওঠা বাঙালির স্বপ্নের  সূর্য।

 

তোমায় নিয়ে যুগ যুগ ধরে,
লিখবে কত কবি তাদের কবিতা।

তুমি যে দেশকে এনে দিয়েছ,
চিরকালের জন্য স্বাধীনতা।

 

১৫ আগস্ট ১৯৭৫ এর শেষে,
সব কালো আঁধার নেমেছে  এসে।

তোমার স্বপ্নের পথ ছিলো না বহুদূর,
সেই স্বপ্ন সত্যি করতে অনুপ্রেরণা ছিলো ভরপুর।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ