ঘূর্ণিঝড়ের প্রভাব

ঘূর্ণি ঝড়ের আভাস পেয়ে
আকাশ হলো ভারী
সূর্যটা তাই অভিমানে
দিয়েছে যে আড়ি।
বিরামহীন এই বৃষ্টি জলে
কৃষকের হলো ক্ষতি
ওগো বিধি ঘূর্ণিঝড়ের-
কমিয়ে দাও গতি।
হচ্ছে ক্ষতি কত কি যে
আমার ছোট্ট দেশে
ঘূর্ণিঝড় টা উঠিয়ে নাও
উঠুক সবাই হেসে।