পতাকার লড়াই
দেশের ভূমি আর মানুষের জীবন রক্ষায়,
নিজের ভাষায় প্রাণ খুলে কথা বলতে আর
হলুদ সরিষার ক্ষেতে লাল-সবুজের পতাকা উড়াতে
বাংলার সাহসী, বীর সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল।
মা ও মাতৃভূমির মর্যাদা ফিরে পেতে
তাঁরা নিজের জীবন করেছিল উৎসর্গ।
পতাকার লড়াইয়ে বিজয়ী হতে
বাংলার সাহসী, বীর সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল।
একটি তর্জনীর ইশারায়, একটি বজ্রকন্ঠের ডাকে
ধনী-গরীব, তরুণ-যুবক মিলেমিশে একাকার।
তাঁর স্বাধীনতা সংগ্রামের আহবানে আজ
মুক্ত বাংলার আকাশ, বাতাস, আর বৃক্ষকাণ্ড।