অগ্নিঝরা মার্চ
একাত্তরে সাতই মার্চে সোনার টুকরো ছেলে
বজ্রকন্ঠে ভাষণ দিলেন ভয়কে পেছন ফেলে।
সেই ভাষণে গর্জে ওঠে দেশের সকল লোকে
স্বাধীনতার স্বপ্ন নিয়ে চৌদ্দ কোটি চোখে।
একাত্তরে পঁচিশে মার্চ ভয়াল কালো রাতে
পাক হানাদার বাহিনীরা রক্তখেলায় মাতে।
অপারেশন সার্চলাইটের জঘন্য এক নামে
ঘুমন্ত লোক হত্যা করে শহর থেকে গ্রামে।
একাত্তরে ছাব্বিশে মার্চ সাহসী অন্তরে
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন করে।
তাঁর হুকুমে ঘরে ঘরে দুর্গ গড়ে উঠে
অস্ত্র হাতে সবাই তখন যুদ্ধজয়ে ছুটে।
অগ্নিঝরা মার্চে তুমুল লড়াই হল শুরু
তিরিশ লক্ষ বীর বাঙালি প্রাণ দিয়েছেন পুরু।
নয়টি মাসের যুদ্ধে মাটি রক্তস্রোতে ভাসে
ডিসেম্বরের ষোলো তারিখ কাঙ্ক্ষিত জয় আসে।