বাংলা আমার ভাষা
বাংলা আমার ভাষা,
রক্ত দিয়ে কিনেছি তা
রাষ্ট্রভাষা খাসা।
বাংলা আমার ভাষা,
সুখে-দুঃখে দেয় মিটিয়ে
মনের সকল আশা।
বাংলা আমার ভাষা,
এই ভাষাতে কথা বলেন
ধনী, গরীব, চাষা।
বাংলা আমার ভাষা,
অ আ ক খ বর্ণমালায়
তাতেই কান্না-হাসা।
বাংলা আমার ভাষা,
গল্প, ছড়া, কাব্য, গানে
সবার ভালোবাসা।