অনুপম এই দেশ আহমাদ কাউসার প্রকাশ: ৯ জুন ২০২২, ০২:০০ পিএম এঁকে-বেঁকে ছুটে নদীআকাশ সাদা নীলডানা মেলে খেলা করেশত শঙ্খচিল। এই যে পাহাড় সবুজঘেরাপাখপাখালির ভিড়মেঘবালিকা মহানন্দেছুঁয়ে যায় তার শির। ওই যে দূরে পাখি ওড়েশাল পিয়ালের বনহাওয়ার তালে হেলেদুলেউলু খাগড়া ছন। অনন্যা/জেএজে Share