অনুপম এই দেশ
এঁকে-বেঁকে ছুটে নদী
আকাশ সাদা নীল
ডানা মেলে খেলা করে
শত শঙ্খচিল।
এই যে পাহাড় সবুজঘেরা
পাখপাখালির ভিড়
মেঘবালিকা মহানন্দে
ছুঁয়ে যায় তার শির।
ওই যে দূরে পাখি ওড়ে
শাল পিয়ালের বন
হাওয়ার তালে হেলেদুলে
উলু খাগড়া ছন।
অনন্যা/জেএজে
আহমাদ কাউসার প্রকাশ: · ৮ জুন ২০২২, ০৫:১৫ পিএম
এঁকে-বেঁকে ছুটে নদী
আকাশ সাদা নীল
ডানা মেলে খেলা করে
শত শঙ্খচিল।
এই যে পাহাড় সবুজঘেরা
পাখপাখালির ভিড়
মেঘবালিকা মহানন্দে
ছুঁয়ে যায় তার শির।
ওই যে দূরে পাখি ওড়ে
শাল পিয়ালের বন
হাওয়ার তালে হেলেদুলে
উলু খাগড়া ছন।
অনন্যা/জেএজে