মা বিচিত্র কুমার প্রকাশ: ৮ মে ২০২২, ০৪:১৬ পিএম মায়ের মতো আদর সোহাগপাইনি কোথাও আর,ভালোবাসার শিল্পী সেএই দুনিয়ার।অসীম তার মমতা যেবটবৃক্ষের ছায়া,আঁচল তলে স্বর্গের সুখসুগন্ধি এক মায়া।মা ডাকটি সুমধুরজুড়াই দেহপ্রাণ,একটু আড়াল হলে পরেপড়ে নাড়ির টান।অনন্যা/জেএজে Share