পরিযায়ী পাখি
ভিন দেশের অতিথি, পরিযায়ী পাখি
পৃথিবী জুড়েই নির্ভীক বিচরণ,
শীতকালের আগমনে ভরে দু’আঁখি।
বেজায় উদার মন করে চনমন।
দেশে দেশে ভ্রমণ করো তীব্র এ শীতে
শান্ত বড় ভদ্রতাতে খুশি সবার মন,
নদীনালা ভরে ওঠে মধু কাকলীতে
ক’মাসে মন কাড়ে খুব প্রিয়জন।
বড় নিঠুর মানুষ নেই মনে দয়া
শিকারিরা বদ মানুষ নেই মমতা,
ব্যাধে বুক ছিদ্র করে নেই কোনো মায়া
ওরা মোদের অতিথি থাকবে নম্রতা।
অতিথি রক্ষা করা সবার দায়িত্ব
মান-সম্মান বেড়ে রবে অক্ষত।