পথশিশুর জীবন
ওই যে দেখো পথশিশু
নগ্ন পায়ে ছোটে,
অনাহারি মুখখানা তার
মলিন হাসি ঠোঁটে।
নেই বাড়ি-ঘর নেইতো ভূমি
পথের ধারে থাকা,
শতেক তালির ছেঁড়া কানি
আধখানা গা ঢাকা।
শূন্য বাঁটি,শূন্য থালা
শূন্য পেটে চলে,
বিত্তবানে অন্ন কেড়ে
পিষ্ট করে কলে।
বঞ্চিতরা লাঞ্ছিত আজ
সবখানে তার বাধা,
অগ্নি দামে বাজার জ্বলে
ক্ষুধার জ্বালায় কাদা।
হাজার ব্যথার কষ্ট নিয়ে
কাটে সারারাত,
মানবতার তরে বাড়ায়
সহানুভূতির হাত।