স্বপ্ন দেখা
তোমরা কি ভুলে গেছ
স্বপ্ন দেখা, স্বপ্ন-কে লালন করা;
তোমরা কি ভুলে গেছ
সেই মানুষগুলোর কথা,
শত কষ্টের মাঝে ও যে মানুষরা
ভুলে যায় নি স্বপ্ন দেখা।
কত কষ্ট, কত যন্ত্রণা
সহ্য করেছিল যারা,
আজও কি জানতে চেয়েছো
এই মানুষগুলো কারা।
চৈত্রের রৌদ্রে পড়েছে কত
শরীর হয়েছে কালো,
এত কিছু বুকে বেধে রেখে
স্বপ্ন দেখেছে ভালো।
আশাটাকে বাঁচিয়ে রেখেছে
নতুন একটা সূর্যের আশায়,
সফলতা-ত তারাই পাবে
বুক ভরা ভালবাসায়।
মোটা চাল, মোটা ভাত
এইতো তাদের চাওয়া,
জীবনটা-কে বিলিয়ে দিয়ে
স্বপ্নটা-ই তাদের পাওয়া।