টিকা
কোভিড টিকা নিয়ে হলো
কতো জল্পনা কল্পনা,
টিকা নিয়ে সবারই আজ
আগ্রহ আর উদ্দীপনা।
বিবেককে জাগ্রত করার
টিকা যদি দেওয়া যেত,
এই ধরা তার আপন রূপটা
আবার ফিরে পেত।
বৈষম্যটা দূর করতেও
পেতাম যদি টিকা
গরিব দুঃখী'র দুঃখ ঘুচে
সাম্যের হতো শিক্ষা।
মনুষ্যত্ব ফিরে পাওয়ার
টিকা হতো যদি আবিষ্কার,
ধরা থেকে মুছে যেত
হিংসা, বিদ্বেষ, তিরস্কার।